মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

অর্থ আত্মসাৎ অভিযোগে মুখ খুললেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৪:১৪

সংগৃহীত

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কের মুখে পড়ছেন। অভিনয়ের দক্ষতা দিয়ে লাখো ভক্তের মন জয় করলেও ব্যক্তিগত ও পেশাগত নানা ঘটনায় সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই তারকা। কিছুদিন আগেই অনলাইনভিত্তিক ফ্যাশন হাউজ ‘অ্যাপোনিয়া’ তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলা করেছিল। সেই সমস্যার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে তার বিরুদ্ধে উঠেছে অর্থ আত্মসাৎ ও অপেশাদার আচরণের অভিযোগ। অভিযোগটি করেছেন একটি বিদেশি সিনেমার প্রযোজক শরীফ খান।

এই নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে নিজের অবস্থান স্পষ্ট করেন তিশা।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিশা লিখেছেন,

“সোশ্যাল মিডিয়ায় কিছু ভুল তথ্য ছড়িয়েছে। আমি যখন সিনেমাটি সাইন করি, তখন সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল—আমার বিদেশ সফরের সব দায়িত্ব পরিচালক ও প্রযোজকের। ভিসা, ফ্লাইট টিকিট, থাকা-খাওয়ার সব দায়িত্বই তাদের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আমার ভিসা করাতে পারেনি।”

তিনি আরও জানান,

“পরিচালকের ব্যর্থতার কারণে শুটিং শিডিউল পিছিয়ে যায় এবং নতুন একজনকে নিয়ে কাজ শুরু করা হয়। তাই বাধ্য হয়েই আমাকে সরে আসতে হয়েছে। অথচ লাইন প্রডিউসার শরীফ খান একবার আমাকে বলছেন এক-তৃতীয়াংশ টাকা ফেরত দিতে, আবার আমার আইনজীবীকে বলছেন কিছু টাকা হলেই হবে। সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার ক্যারিয়ারের ক্ষতি করে অর্থ হাতানোর চেষ্টা করছেন—যা স্পষ্ট অপচেষ্টা।”

চুক্তির বিষয়ে তিশা বলেন,

“আমার সঙ্গে হওয়া চুক্তিপত্রে কোথাও বলা নেই যে পরিচালক বা প্রযোজকের ত্রুটিতে কোনো সমস্যা হলে আমাকে টাকা ফেরত দিতে হবে। আমি আইনকে শ্রদ্ধা করি। যদি আদালতে প্রমাণ হয় যে আমাকে টাকা ফেরত দিতে হবে এবং আদালত এমন নির্দেশ দেন—তাহলে আমি অবশ্যই তা পালন করব।”

সাংবাদিকদের উদ্দেশে তিশার অনুরোধ—

“যেসব সাংবাদিক না জেনে সংবাদ প্রকাশ করছেন, আর যাঁরা সত্য তুলে ধরার চেষ্টা করছেন—সবাইকে সম্মান রেখে বলছি, সত্য জেনে সত্যটাই প্রকাশ করুন। আমার আশা শুধু এতটুকুই।”

বর্তমানে তানজিন তিশা ব্যস্ত রয়েছেন ‘সোলজার’ ছবির কাজে। এখানে তিনি অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে। ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। এতে আরও অভিনয় করেছেন তৌকির আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তারিক আনাম খানসহ অনেকে। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পেতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top