মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

ধর্মেন্দ্রর মৃত্যুতে আবেগঘন পোস্ট শাহরুখের

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৪:১৯

সংগৃহীত

পাঞ্জাবের সাহনেওয়াল থেকে শুরু করে বলিউডের গ্ল্যামার দুনিয়ায় নিজস্ব অবদান রেখে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। তার মৃত্যুর খবরে শুধুমাত্র বলিউড নয়, সমগ্র চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ধর্মেন্দ্রের প্রয়াণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা ও ভক্তদের আবেগঘন পোস্ট ভেসে ওঠে। তবে শুরুতে কিংবদন্তি অভিনেতার জন্য কোনো পোস্ট দেখা যায়নি শাহরুখ খানের কাছ থেকে। বরং তিনি সরাসরি অভিনেতার শেষকৃত্যে উপস্থিত ছিলেন।

কিছুদিন পর, শাহরুখ খান সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের শোক প্রকাশ করেন। ধর্মেন্দ্রের সঙ্গে এক পুরনো ছবির সঙ্গে তিনি লিখেছেন, “শান্তিতে ঘুমান ধরমজি। আপনি আমার কাছে বাবার মতো ছিলেন। আপনি যেভাবে আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। শুধু তার পরিবারের জন্য নয়, বরং সারা বিশ্বের সিনেমা ও চলচ্চিত্র প্রেমীদের জন্য এটা এক অপূরণীয় ক্ষতি। আপনি অমর এবং আপনার আত্মা আপনার চলচ্চিত্র ও পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। আপনাকে সবসময় ভালোবাসব।”

শাহরুখ খানের পাশাপাশি নির্মাতা ও অভিনেতা ফারহান আখতারও ধর্মেন্দ্রের প্রয়াণে শোক প্রকাশ করেন। তিনি লিখেছেন, “সমগ্র চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। যারা সিনেমা তৈরি করেন এবং যারা দেখেন সকলের জন্য। ধরমজি চিরকাল অপূরণীয় থাকবেন। ছয় দশক ধরে বিনোদন দিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।”

ধর্মেন্দ্রের অবদান শুধু বলিউড নয়, সমগ্র চলচ্চিত্র জগতের জন্য অমর হয়ে থাকবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top