বড়দিনে বক্স অফিসে তুমুল প্রতিদ্বন্দ্বিতা: দেব বনাম শুভশ্রী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৫:৫৩
একই দিনে দুই তারকার নতুন সিনেমা মুক্তি পেলে স্বাভাবিকভাবেই দর্শক ও বক্স অফিসে নীরব প্রতিযোগিতা তৈরি হয়। এবার বড়দিনে সেই প্রতিদ্বন্দ্বিতার আগাম সংকেত মিলেছে। দেবের ‘প্রজাপতি ২’ এবং শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ উভয়ই বড়দিনে মুক্তির জন্য প্রস্তুত।
সোমবার (২৪ নভেম্বর) একই সময়ে মুক্তি পেয়েছে দুটি ছবির দুটি গান। ‘প্রজাপতি ২’-এর ‘ফুটবেই বিয়ের ফুল রে’ এবং ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর ‘দেখো দেখো কানাইয়ে’ গানগুলোই প্রকাশের সঙ্গে সঙ্গে দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। শুভশ্রীর নতুন লুক দর্শককে আকর্ষণ করেছে, আর দেবের গান ফিরিয়ে এনেছে পুরনো দিনের নস্টালজিয়ার আবহ।
‘প্রজাপতি ২’-এ দেব মিঠুন চক্রবর্তী ও জ্যোতির্ময়ীর সঙ্গে অভিনয় করছেন। ছবিটি একজন সিঙ্গেল বাবার জীবনসংগ্রাম ও তার ছেলেকে ঘিরে দুশ্চিন্তার গল্প নিয়ে নির্মিত।
অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শুভশ্রীর সঙ্গে রয়েছেন যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকার, পার্থ ভৌমিক ও আরাত্রিকা মাইতি। মহাপ্রভু শ্রীচৈতন্যর চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত।
প্রতিযোগিতায় থাকবেন কোয়েল মল্লিকও, যিনি মিতিন মাসীর চরিত্রে বড় পর্দায় ফিরছেন। এখন দেখার বিষয়, ভিন্ন স্বাদের এই দুই ছবি কতটা দর্শক টানে এবং বড়দিনের বক্স অফিসে কে হবে শীর্ষে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।