রাম চরণ–জানভি কাপুরের ‘চিকিরি চিকিরি’ গান ছুঁয়ে গেছে কোটি হৃদয়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:২৭
দুই সপ্তাহের মধ্যে পেদ্দি ছবির গান ‘চিকিরি চিকিরি’ যেন ঝড় তুলেছে। রাম চরণ ও জানভি কাপুরকে কেন্দ্র করে তৈরি এই গানটি এআর রাহমানের সুরে ও বুচি বাবু সানার পরিচালনায় মুক্তি পেয়েছে। প্রকাশের মুহূর্ত থেকে গানটি ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শককে মাতিয়ে রাখছে এবং রেকর্ড ভাঙা ভিউ সংগ্রহ করছে।
গানটি এখন পর্যন্ত ১০০ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। তেলুগু ভার্সন এগিয়ে, প্রায় ৬৫ মিলিয়ন ভিউ ও প্রায় ১০ লাখ লাইক নিয়ে রাম চরণের জনপ্রিয়তা আরও প্রমাণ করেছে। হিন্দি ভার্সন ২৫ মিলিয়ন, আর তামিল, কন্নড় ও মালায়ালম মিলিয়ে ১০ মিলিয়ন ভিউ অর্জন করেছে, যা গানটির প্যান-ইন্ডিয়ান সাফল্যকে দৃঢ় করেছে।
গানটির কথা লিখেছেন বালাজি, এবং এর ফোক ইনফিউজড ছন্দ, সংক্রামক এনার্জি ও ভিজ্যুয়াল শৈলী দর্শকদের মাতিয়ে তুলেছে বিশ্বের নানা প্রান্তে।
রাম চরণ তার অসাধারণ নৃত্যশৈলী ও স্ক্রিন প্রেজেন্স দিয়ে গানটিকে আরও প্রাণবন্ত করেছেন। অনুরাগীরা তার নাচের মুভগুলি সোশ্যাল মিডিয়ায় পুনরায় তৈরি করে চিকিরি উৎসবের মেজাজ তৈরি করেছেন। এছাড়া জানভি কাপুরের উপস্থিতি গানটিতে এক ভিন্ন রকমের সেক্সি আকর্ষণ যোগ করেছে, যা দর্শক ও নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
‘চিকিরি চিকিরি’ ইতিমধ্যেই শুধু ভারতেই নয়, বিদেশের দর্শককেও মুগ্ধ করছে এবং রাম চরণ–জানভি কাপুরের জুটি ফের নতুন করে দর্শকপ্রিয়তা ছুঁয়ে ফেলেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।