মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

কনসার্ট থেকে পালানোর খবর নিয়ে মুখ খুললেন ঐশী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:৫২

সংগৃহীত

গাজীপুরের শিমুলতলীতে ক্ষুদ্র ও কুটির শিল্প ও বাণিজ্য মেলায় গত শনিবার রাতে অনুষ্ঠিত হয় জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশীর কনসার্ট। হাজারো দর্শকের উপস্থিতিতে কনসার্ট জমে উঠলেও অনুষ্ঠান শেষে কিছুক্ষণ পর মেলায় আকস্মিক ভাঙচুরের ঘটনা ঘটায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার পর বিভিন্ন মাধ্যমে প্রচার হয়—সংঘর্ষ শুরু হলে স্টেজে থাকা ঐশী ও তার টিম অবরুদ্ধ হয়ে পড়েন এবং দেয়াল টপকে প্রাণে বাঁচেন। এমনকি তার ব্যক্তিগত গাড়িও ভাঙচুরের শিকার হয়েছে বলে দাবি করা হয়।

তবে এসব খবর সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন ঐশী। তিনি জানান, তাঁর পারফরম্যান্স স্বাভাবিকভাবে শেষ হয় এবং তিনি ও তাঁর টিম নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। তাদের বের হয়ে যাওয়ার পর মেলায় ভাঙচুরের ঘটনা ঘটে।

ঐশীর মা নাসিমা মান্নানও বলেন, “অনেক সংবাদে ভুল তথ্য দেওয়া হচ্ছে। ঐশীকে অবরুদ্ধ করা হয়নি। তিনি নিরাপদেই কনসার্ট শেষ করে চলে আসেন।”

ঘটনার পর ঐশী নিজেও তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন,

“গতকাল আমার কনসার্ট থেকে প্রস্থান করার পর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমার বা আমার টিমের কোনো সম্পৃক্ততা নেই। বিভিন্ন প্ল্যাটফর্মে আমার বিষয়ে ভুল ও অসত্য তথ্য ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”

এদিকে মেলা আয়োজকরা জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে সিগারেটের দাম নিয়ে তর্কাতর্কি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং কিছুক্ষণের মধ্যেই ভাঙচুর শুরু হয়।

 

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top