আইটেম গানে খোলামেলা লুকে আলোচনায় দর্শনা বণিক, সমালোচনায় নন বিচলিত
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১১:৫৮
ফেডারেশনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করে গত শুক্রবার মুক্তি পেয়েছে ভারতীয় বাংলা সিনেমা ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’। সেন্সর বোর্ড থেকে ‘অ্যাডাল্ট’ সনদ নিয়ে মুক্তি পাওয়া এই ছবিটি যতটা আলোচনায়, তার চেয়েও বেশি আলোচনায় রয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক—আর তার কারণ একটি রিমেক আইটেম গান।
ছবিতে পায়েল সরকার ও ঋষভ বসুর ঘনিষ্ঠ দৃশ্য থাকলেও দর্শনার আলোচনায় আসার মূল কারণ ‘চুরি ছাড়া কাজ কি’ গানটি। লতা মঙ্গেশকর ও কিশোর কুমার গাওয়া ক্ল্যাসিক গানটির রিমেক সংস্করণে পারফর্ম করেছেন তিনি। প্রকাশিত ভিডিওতে দর্শনাকে খোলামেলা সাজে দেখা যায়, যা নিয়ে নেটিজেনদের একাংশ প্রশংসা করলেও, অনেকে করেছেন নেতিবাচক মন্তব্য।
তবে এসব মন্তব্যে বিচলিত নন দর্শনা। পুরো ছবিতে তিনি শুধু এই গানটিতেই দেখা দেবেন। ভারতীয় গণমাধ্যমে তিনি বলেন, “বলিউডে হামেশাই এমন প্রচারধর্মী গান তৈরি হয়। লতা মঙ্গেশকরের গাওয়া গানটি আমার খুব প্রিয়। তাই সুযোগ আসায় রাজি হয়েছি। এ ধরনের গানে স্বল্পবসনে আমার এটাই প্রথম উপস্থিতি।”
বাংলা সিনেমায় আইটেম গানে সাহসী উপস্থিতি নিয়ে সমালোচনার জবাবে তিনি প্রশ্ন তোলেন, “অন্যান্য আঞ্চলিক সিনেমায় যখন স্বল্পবসনে আইটেম ড্যান্স হয়, আমাদের বাংলায় হলে সমস্যা কোথায়?”
গানে তার সঙ্গে পারফর্ম করেছেন রুদ্রনীল ঘোষ, জন ভট্টাচার্য এবং স্বামী সৌরভ দাস। স্বামীর উপস্থিতিতে সাহসী দৃশ্যে অস্বস্তি হয়েছে কি না—এ প্রশ্নে দর্শনার জবাব, “আমি কোন দৃশ্যে অভিনয় করব বা কী পোশাক পরব, সেটা বাবা বা সৌরভ ঠিক করে না। আমার পূর্ণ স্বাধীনতা রয়েছে।”
টালিউডে দীর্ঘদিন কাজ করেও নায়িকা হিসেবে মূল্যায়ন না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেছেন তিনি। তার কথায়, “বাহ্যিক সৌন্দর্য যদি নায়িকা হওয়ার মাপকাঠি হয়, সেটা আমার আছে। অভিনয়টাও খারাপ করি না। তাহলে সমস্যা কোথায়?”
কলকাতায় পুরোপুরি মূল্যায়ন না পেলেও বলিউডে কাজ করছেন দর্শনা। অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ এবং বিক্রম ভাটের একটি সিনেমায় মিঠুন চক্রবর্তীর ছেলে নমোশি চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে তাকে। বাংলাদেশে তার অভিষেক হয় ‘অপারেশন সুন্দরবন’ ছবির মাধ্যমে। চলতি বছরে শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।