বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

ব্যক্তিগত চ্যাট ফাঁসের পর বিয়ে স্থগিত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৩:৩৪

সংগৃহীত

পাঁচ বছরের প্রেমের পর ভারতের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও বলিউড সংগীত পরিচালক পলাশ মুচ্ছালের বিয়ে স্থগিত হয়েছে। সকল প্রস্তুতি সম্পন্ন হলেও বিয়ের দিনই পরিস্থিতি অনাকাঙ্ক্ষিতভাবে বদলে যায়।

গত রোববার (২৩ নভেম্বর) সাঙ্গলির স্মৃতির ফার্মহাউসে আনুষ্ঠানিকতা হওয়ার কথা থাকলেও, দুপুরে হঠাৎ স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার হার্ট অ্যাটাকের খবর আসে। পরিস্থিতি বিবেচনায়, স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্রা জানান, বিয়ে স্থগিত করা হয়েছে।

হার্ট অ্যাটাকের পাশাপাশি আলোচনায় এসেছে পলাশ মুচ্ছালের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এক নারীর সঙ্গে পলাশের কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়ায় নেটিজেনদের একাংশের দাবি, একাধিক নারীর সঙ্গে সম্পর্কের কারণে বিয়ে ভেঙেছে। তবে এ বিষয়ে স্মৃতি বা পলাশ কেউ মুখ খোলেননি।

পরিস্থিতি পরিষ্কার করেছেন পলাশের মা অমিতা মুচ্ছাল। তিনি হিন্দুস্তান টাইমসকে বলেন, “স্মৃতির বাবার অসুস্থতার পর পলাশই সিদ্ধান্ত নিয়েছিলেন, বাবা সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ে হবে না। এই ঘটনা দুজনকেই মানসিকভাবে প্রভাবিত করেছে।” অমিতা আরও জানিয়েছেন, পলাশ মানসিক চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং চার ঘণ্টার চিকিৎসা ও পরীক্ষা শেষে মুম্বাইয়ে ফিরে বিশ্রাম নিচ্ছেন।

চিকিৎসা শেষে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালেই স্মৃতির বাবা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শারীরিকভাবে সুস্থ থাকলেও বিয়ের নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top