নিজের অবদানের স্বীকৃতি না পাওয়ায় হতাশা প্রকাশ জেফার রহমানের
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৪:৩৬
গায়িকা থেকে অভিনেত্রী, দুই মাধ্যমেই দর্শকপ্রিয়তা অর্জন করেছেন জেফার রহমান। প্লেব্যাক হোক বা মৌলিক গান, কিংবা অভিনয়—সব মাধ্যমেই নিজের আলাদা ছাপ রেখে তিনি প্রশংসা অর্জন করেছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় তিনি হতাশা প্রকাশ করেছেন।
ভিডিও বার্তায় (৩ মিনিট ৩৩ সেকেন্ড) জেফার বলেন, অনেক দিন পর তার মনে হয়েছে, কিছু বিষয় নিয়ে কথা বলা উচিত। তিনি বলেন, “অনেকেরই ধারণা আমি শুধু গান করি, কণ্ঠশিল্পী, যা ঠিক আছে। কারণ আমরা পেছনে কতটা কাজ করি, সেটা দেখাই না। আপনারা জানবেন না, সেটাও স্বাভাবিক।”
তিনি আরও জানান, “সত্যিকারের অর্থে আমি শুধু গান করি না; গান সুর করা, বানানো, লেখা, প্রস্তুতি, মিউজিক ভিডিওসহ পরিকল্পনা—আমার অনেক কিছু করতে হয়। আমি গান লিখি, সুর করি এবং আমার গানের ৯০ শতাংশই আমার সুর করা। গানের লিরিক্সের সঙ্গেও আমি জড়িত ছিলাম।”
জেফার উল্লেখ করেন, “এত কিছু করে গান প্রকাশের পর প্রশংসা, গালি—সবই খাওয়ার পর যখন মানুষ গানের পেছনে, আমার পেছনে আমার অবদান বোঝে না; তখন ভালো লাগে না। মাঝে মাঝে সেটা প্রভাব ফেলে। এটা নিয়ে আমি এখন কথা বলছি।”
শেষে তিনি সবাইকে বিশেষ করে নারী শিল্পীদের পাশে থাকার আহবান জানান। তিনি বলেন, “প্লিজ, আপনারা শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের একটু সাপোর্ট করুন। আমাদের সামাজিক নানা বাধা ডিঙিয়ে কাজ করতে হয়, তারপর যখন অনেক ধরনের বিষয় আসে, তখন হতাশ হয়ে যাই। বাংলাদেশের মতো দেশে এ ধরনের কাজ বেছে নেওয়ায় আপনার সাহায্য আমাদের উৎসাহিত করবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।