বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না : মিথিলা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৪:৩৮
সদ্য থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫-এর মূল মঞ্চে অংশ নেওয়া তানজিয়া জামান মিথিলা ১৯ দিন পর আজ মঙ্গলবার বিকেলে দেশে ফিরেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি জানান, “এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না, সেরা ৩০ চূড়ান্ত। এর বেশি ওরা দেবে না। বিজয়ী হতে হলে অনেক কাজ করতে হবে।”
মিথিলা বলেন, “সেরা ৩০-এ যারা গিয়েছে, প্রত্যেকেই মুকুট পাওয়ার যোগ্য। বাংলাদেশ থেকে এই প্রথম কেউ এত বড় মঞ্চে পজিশন পেয়েছে। এটি আমাদের কাছে জয়ের মতো আনন্দ। দেশের মানুষ অনেক সাপোর্ট করেছেন, তারা ভোট দিয়েছে, এজন্য তাদের কৃতজ্ঞতা জানাই। আগামীতে যারা এই মঞ্চে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে, আমি তাদের যে কোনো ধরনের সাহায্য করব।”
প্রতিযোগিতার পর মিথিলাকে বিকিনি পরা অবস্থায় দেখে কিছু কড়া সমালোচনা উঠেছিল। এ বিষয়ে তিনি জানান, “ক্লোজড ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম ও সুইমসুট—এই চারটি বিষয়ের ওপর মার্কিং হয়। এগুলো ঠিকভাবে করতে না পারলে কেউ সেরা ৩০ বা টপ পজিশনে যেতে পারবে না। আমি সেরা ৩০-এ এসেছি, এটা সম্ভব হতো না যদি সুইমসুট পরতাম না। বাংলাদেশ থেকে আমি প্রথম বিকিনি পরিনি, আগেও অনেকেই পরেছে। আমি কোনোভাবে আমার দেশকে ছোট করিনি।”
বিজয়ী হয়েছেন মেক্সিকোর ফাতিমা বোশ, প্রথম রানারআপ হয়েছেন মিস থাইল্যান্ডের প্রবিনার সিং। এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা নানা বিতর্কের মধ্য দিয়ে শেষ হলো।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।