বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

দেব-রুক্মিণী: বিয়ে কখন? অভিনেত্রী নিজেই জানালেন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৫:০৭

সংগৃহীত

টালিউড তারকা ও তৃণমূল সাংসদ দেব এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ব্যক্তিগত জীবন সবসময়ই ভক্তদের নজর কাড়ে। তাদের দীর্ঘ দিনের সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও বিয়ের বিষয়ে এবার মুখ খুলেছেন রুক্মিণী নিজেই।

সম্প্রতি ‘সংগীত বাংলা’কে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী বলেন, “যে দিন সবাই আমাদের প্রশ্ন করা বন্ধ করবে, সেদিন আমরা সকলকে চমকে দেব। তখন সবাই আশ্চর্য হয়ে যাবে। তবে বলা যায় না, বিয়ে কার কপালে কখন, কার সঙ্গে।”

এর আগে দেবও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিয়ে হলো ভাগ্যের বিষয়। তিনি জানিয়েছেন, তিনি কোনো ‘খান’ হতে চান না, দেবেই তিনি সন্তুষ্ট। বিয়ের পরিকল্পনা চলছে, শিগগিরই তা সকলকে জানা যাবে।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে দেবের সঙ্গে বড় পর্দায় পা রাখেন রুক্মিণী। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’ এবং ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’সহ একাধিক ছবিতে জুটি বেঁধেছেন তারা। পর্দার এই জুটি বাস্তবেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন, যা তাদের বিদেশ ভ্রমণ এবং নানা খুনসুটি থেকে স্পষ্ট।

প্রসঙ্গত, ২০২৪ সালে গুগল সার্চে দেব-রুক্মিণীকে ‘বিবাহিত’ দেখানো হয়েছিল এবং তাদের সন্তান রয়েছে এমন তথ্য ছড়িয়ে পড়েছিল। তবে তখন তারা বিষয়টি গুজব হিসেবে উড়িয়ে দিয়েছিলেন। এখন ভক্তদের দৃষ্টি এখন তাদের আসল বিয়ের ঘোষণা কত দ্রুত হবে, সেটার দিকে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top