বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তারকাদের প্রতিবাদ,‘মাই নাম্বার, মাই রুলস’ আন্দোলন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১২:১৬

সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েক দিন ধরে দেশের জনপ্রিয় নারী তারকাদের পোস্টে রহস্যময় সংখ্যা দেখা যাচ্ছে—কারও ছবিতে ‘৯’, কারও ‘২৪’, আবার কারও প্রোফাইলে জ্বলজ্বল করছে ‘১০০০’। নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছিল, এই সংখ্যার অর্থ কী? অবশেষে জানা গেল এর পেছনের বাস্তবতা—এটি ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তারকাদের প্রতিবাদী উদ্যোগ।

তারকাদের যুক্ত করা এই আন্দোলনের নাম ‘মাই নাম্বার, মাই রুলস’। ছবির ওপর লেখা সংখ্যাটি বোঝায়, প্রতিদিন গড়ে কতবার তারা অনলাইনে হয়রানির শিকার হন।

২৫ নভেম্বর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এই ক্যাম্পেইনের সূচনা করেন। নিজের ছবিতে ‘৯’ লিখে জানান—দিনে অন্তত ৯ বার তাকে হয়রানির মুখে পড়তে হয়। তিনি লেখেন, “সংখ্যা থেকে কণ্ঠস্বর—আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি।”

এরপর একে একে আরও বহু নারী তারকা এতে যুক্ত হন—রুনা খান: ২৪,শবনম ফারিয়া: ১০০০,দিঘী: ৩,মৌসুমী হামিদ: ৭২,সাজিয়া সুলতানা পুতুল: ৯,ভাবনা: ৯৯+

গণমাধ্যমকে রুনা খান বলেন, “শুধু তারকা নয়, যেকোনো নারীই সামাজিকমাধ্যমে হয়রানির শিকার হচ্ছেন। সোশ্যাল মিডিয়ার দ্রুত ব্যবহারের সঙ্গে অনেকেই এর সঠিক আচরণবিধি রপ্ত করতে পারেননি।” তিনি আরও বলেন, “নারীরা কখনোই শতভাগ নিরাপদ ছিলেন না। তবে ৫ আগস্টের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।”

আয়োজক সূত্রে জানা গেছে, ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য ১৬ দিনব্যাপী চলবে ‘মাই নাম্বার, মাই রুলস’ ক্যাম্পেইন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top