ঢাকায় অনুব জৈনের কনসার্ট স্থগিত
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৩:৪৯
ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈনের ১২ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা কনসার্টটি নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছে। কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।
হাইপনেশনের ফেসবুক পোস্টে বলা হয়েছে, “নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে, আমাদের দর্শক, স্পনসর, পার্টনার ও টিকিট হোল্ডারদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং দায়িত্বশীল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্থিতিশীল হলে এবং সকলের নিরাপত্তা নিশ্চিত হলে কনসার্ট আয়োজন করা হবে। নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।”
ঢাকায় কনসার্টটি ১০০ ফিট কোর্টসাইড, মাদানি অ্যাভিনিউ-তে আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। হাইপনেশন জানিয়েছে, যারা টিকিটের মূল্য ফেরত নিতে চান, তাদের জন্য শিগগিরই রিফান্ড নীতিমালা ঘোষণা করা হবে। পরবর্তী আপডেটের জন্য দর্শকরা প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে নজর রাখার অনুরোধ করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।