বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

রুক্মিণীর মুম্বাই যাতায়াত নিয়ে ফিসফাস চলছে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৩:৪৯

সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র ইদানীং মুম্বাই ও আরব সাগরের তীরে বেশ সময় কাটাচ্ছেন। ভক্তরা বলছেন, শহরে আগের মতো তাকে দেখা যাচ্ছে না। তবে আসন্ন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’-এর প্রচারণার জন্য বর্তমানে কলকাতাতেই ব্যস্ত সময় পার করছেন রুক্মিণী।

সিনেমাটির গল্প বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণকে কেন্দ্র করে নির্মিত। ২০১৭ সালে বাবাকে হারানো রুক্মিণী বারবার স্মৃতিকাতর হয়ে পড়ছেন। তিনি বলেন, “ছোটবেলা থেকেই মুম্বাই ও মায়ানগরীর সঙ্গে আমার গভীর সংযোগ। বাবা বলতেন, পরীক্ষায় ভালো করলে মুম্বাই নিয়ে মনের মতো জিনিস কিনে দেবেন।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উপস্থিতি ও সমালোচনা প্রসঙ্গে রুক্মিণী বলেন, “আমি সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় নই, কাজের প্রয়োজনেই যতটুকু দরকার ততটুকুই থাকি। এরপরও আমাকে নিয়ে কেন এত আলোচনা হয়, তা আমি জানি না।”

বাবার মৃত্যুর পর মা মধুমিতা মৈত্রই তার ও তার ভাই রাহুলকে আগলে রেখেছেন। তবে নতুন সিনেমার গল্প তাকে ভাবাচ্ছে মায়ের একাকীত্ব নিয়ে। তিনি বলেন, “আমরা ভুলে যাই যে বাবা-মা হওয়ার আগে তারা মানুষ। তাদেরও নিজস্ব চাওয়া-পাওয়া থাকে। সব কথা কি সন্তানের সঙ্গে বলা যায়? তাদেরও সঙ্গীর প্রয়োজন হতে পারে।”

রুক্মিণীর ক্যারিয়ার শুরু হয়েছিল ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ দিয়ে, আর শেষ হচ্ছে ‘হাঁটি হাঁটি পা পা’ দিয়ে। নেতিবাচক মন্তব্যের দিকে দৃষ্টি না দিয়ে তিনি বলেন, “হাজারটা ভালো মন্তব্যের ভিড়ে খারাপগুলোকে কেন গুরুত্ব দেব? আমি ইতিবাচক দিকটাই দেখতে চাই। মনে রাখবেন, আমি মেয়ে হতে পারি, কিন্তু বোকা মেয়ে নই।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top