বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

অপু বিশ্বাসের ব্রাইডাল লুকে ভক্তদের মুগ্ধতা, বড় পর্দায় ফেরার প্রত্যাশা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৫:২৭

সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তার নতুন ব্রাইডাল ফটোশুটের ছবি শেয়ার করে ভক্তদের মুগ্ধ করেছেন।

ছবিগুলোতে অপু বিশ্বাস গোল্ডেন-অফ হোয়াইট লেহেঙ্গায় সেজেছেন। সঙ্গে পরেছেন ভারি নেকলেস, ইয়ারিংস এবং মাথায় টিকলি। হাতে একটি পুরোনো দিনের ক্যামেরা নিয়ে রাজকীয় লুকে পোজ দিয়েছেন তিনি। মেকআপ ও স্নিগ্ধ হাসি তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছে।

ফটোশুটের ছবি পোস্ট করার পরই ভক্তরা সামাজিক মাধ্যমে লাইক ও মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘ওয়াও! এই পোশাকে তো অপু বিশ্বাস রানীর মতো লাগছেন, বিউটিফুল!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি আগেও যেমন সুন্দর ছিলেন, এখনও ঠিক তেমনই আছেন।’

দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। তার প্রত্যাবর্তন ঘটছে কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে। সম্প্রতি সিনেমার ‘ফার্স্ট লুক’ প্রকাশিত হওয়ার পর দর্শকমহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পোস্টারে অপু বিশ্বাসকে একদম ভিন্ন ও রোমাঞ্চকর লুকে দেখা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top