বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৮:৫১

সংগৃহীত

ইরান বুধবার ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে। ইরানের বিচার বিভাগের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, আলী আরদেস্তানি নামের ইরানি নাগরিকের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তথ্য সরবরাহ এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগ আনা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করে।

ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম অভিযোগ করেন, আরদেস্তানির মৃত্যুদণ্ডও অন্যান্য ফাঁসির মতোই ন্যায়বিচার ছাড়া এবং জোরপূর্বক স্বীকারোক্তির ভিত্তিতে দেওয়া হয়েছে। তিনি বলেন, যুদ্ধের পর থেকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এখন পর্যন্ত ১২ জনকে ফাঁসি দেওয়া হয়েছে।

মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, আরদেস্তানি নির্দিষ্ট স্থানের ছবি ও ভিডিওসহ লক্ষ্যবস্তুর তথ্য মোসাদকে সরবরাহ করেছিলেন। তবে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছেন যে, এসব মামলায় নির্দোষ মানুষকেও ফাঁসি দেওয়া হচ্ছে।

আইএইচআরের তথ্য অনুযায়ী, ইরানে গত বছর অন্তত ১,৫০০ জনের ফাঁসি কার্যকর হয়েছে। চলমান বিক্ষোভের মধ্যে এই মৃত্যুদণ্ড কার্যকর করার মূল উদ্দেশ্য ছিল জনগণের মধ্যে ভয় সৃষ্টি করা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top