বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

ঝাঁপ দেওয়া পারি, কিন্তু বিমানে ভয় পাই: টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৮:৫০

সংগৃহীত

বলিউডের ফিটনেস আইকন ও নাচের তুর্কি টাইগার শ্রফ তাঁর ভক্তদের হৃদয় জয় করে চলেছেন স্টান্ট এবং নাচের মাধ্যমে। অভিনেতা একাধিক একশন সিনে ১০ তলা উঁচু বাড়ি থেকে ঝাঁপ দিতে, সামারসল্ট করতে পারেন, কিন্তু সম্প্রতি তিনি এক বিশেষ ভয়ের কথা খোলাখুলি স্বীকার করেছেন।

এক সাক্ষাৎকারে টাইগার জানান, তিনি বিমান ভ্রমণের প্রতি ক্রমবর্ধমানভাবে ভয় পাচ্ছেন। "কয়েক বছর আগে মাঝ আকাশে বিমানে এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হই, তখন থেকেই আমার এই ভয় তৈরি হয়েছে। আপনি আমাকে সবচেয়ে কঠিন স্টান্ট করতে বলুন, আমি চিন্তাভাবনা ছাড়াই তা করতে পারি। কিন্তু বিমানে ওঠার ১০ দিন আগে আমার বুক কাঁপতে শুরু করে, মাথা যেন অন্যখানে চলে যায়," বলেন তিনি।

টাইগার যোগ করেন, তিনি থেরাপি নিচ্ছেন এবং চেষ্টা করছেন দ্রুত নিজেকে এই ভয় থেকে মুক্ত করতে। এই স্বীকারোক্তি দিয়ে তিনি প্রমাণ করলেন, এমনকি চলচ্চিত্র জগতের “ফিয়ারলেস” নায়কও মানুষিক ভয়ের মুখোমুখি হন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top