উপদেষ্টাকে ‘উপদুষ্টু’ আখ্যা করে শাওনের ফেসবুক পোস্টে তীব্র বিতর্ক
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০৮
ফেসবুকে কটাক্ষ, ইঙ্গিতপূর্ণ পোস্ট ও মন্তব্যে বরাবরই সরব অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রমের কঠোর সমালোচক হিসেবে তিনি পরিচিত। তবে আজ তার একটি ফেসবুক পোস্ট আগের সব আলোচনাকে ছাপিয়ে গেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মেট্রোরেলে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি ছবি শেয়ার করে শাওন লিখেছেন,
‘ছবিটা খুব সুন্দর। লিটনের ফ্ল্যাটের রূপকার, উপদুষ্টু পরিচালক সাহেবের স্ত্রীর শাড়িটাও বেশ! এই ছবি বড় করে বাঁধিয়ে উপদুষ্টু মহোদয়ের তত্ত্বাবধানে বানানো জুলাই স্মৃতি জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি।’
পোস্টে তিনি একজন উপদেষ্টাকে ‘উপদুষ্টু’ বলে কটাক্ষ করার পাশাপাশি ওই উপদেষ্টার স্ত্রীর শাড়ি নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। শাওনের অনুসারীদের একটি বড় অংশ তার বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করেছেন।
উল্লেখ্য, পোস্টটিতে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকেই ইঙ্গিত করে কটাক্ষ করেছেন বলে মনে করছেন অনেকে। সম্প্রতি ফারুকীর তত্ত্বাবধানে সাবেক গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এ রূপান্তর করা হয়, যা জুলাই আন্দোলনের স্মারক হিসেবে নির্মিত।
প্রসঙ্গত, ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘ব্যাচেলর’-এ ‘লিটনের ফ্ল্যাট’ ছিল একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত লোকেশন। বহু বছর পর সেই সিনেমার প্রসঙ্গ টেনে আবারও নির্মাতাকে ‘উপদুষ্টু’ আখ্যা দিয়েছেন অভিনেত্রী শাওন।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিয়মিতভাবে ফেসবুকে মতামত প্রকাশ করে আসছেন মেহের আফরোজ শাওন। বর্তমানে অভিনয়ে তাকে খুব একটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার মন্তব্য প্রায়ই আলোচনার জন্ম দিচ্ছে। অন্যদিকে, মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ নির্মিত চলচ্চিত্র ‘৮৪০: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।