বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নেহা কাক্কার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৭:১৪
জনপ্রিয় গায়িকা নেহা কাক্কারের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে যে জল্পনা শুরু হয়েছে, সেটি সরাসরি খণ্ডন করেছেন নিজেই। সম্প্রতি দায়িত্ব, সম্পর্ক ও কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেওয়ার পর নেটিজেনদের মধ্যে তার স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের স্টোরিতে দেওয়া একটি দীর্ঘ বার্তায় নেহা স্পষ্ট ভাষায় অনুরোধ জানিয়েছেন, যেন তার স্বামী ও পরিবারের নাম এই আলোচনায় না জড়ানো হয়। তিনি লেখেন, “আমার নির্দোষ স্বামী কিংবা আমার সবচেয়ে মিষ্টি পরিবারকে দয়া করে টেনে আনবেন না। তারা আমার জীবনের সবচেয়ে পবিত্র মানুষ। আজ আমি যা কিছু, সবই তাদের সমর্থনের কারণে।”
আগের একটি আবেগী পোস্ট ঘিরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির ব্যাখ্যাও দেন নেহা। তিনি জানান, কিছু ব্যক্তি ও একটি ব্যবস্থার ওপর তিনি তীব্র বিরক্ত ছিলেন, তবে আবেগপ্রবণ হয়ে সামাজিক মাধ্যমে এমন কিছু লেখা উচিত হয়নি। গণমাধ্যমের ভূমিকা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, “কে কীভাবে তিলকে তাল বানায়, তা সবাই ভালো করেই জানে।”
নেহা জানান, এই অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষা নিয়েছেন এবং ভবিষ্যতে ব্যক্তিগত জীবন নিয়ে আর প্রকাশ্যে মন্তব্য করবেন না। বার্তার শেষাংশে তিনি লিখেছেন, “এই দুনিয়ার জন্য আমি একটু বেশিই আবেগী। দুঃখিত এবং ধন্যবাদ আমার ভালোবাসার মানুষদের। চিন্তা করবেন না, খুব শিগগিরই আমি নতুন উদ্যমে ফিরব।”
এর আগে নেহা দায়িত্ব, সম্পর্ক ও কাজ থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছিলেন। এমনকি তিনি ছবি তোলা থেকেও বিরত থাকার অনুরোধ করেছিলেন, যা পরে তিনি মুছে দিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।