বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

বায়ুদূষণে বিশ্বে দশম অবস্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৭:৫১

সংগৃহীত

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, রাজধানী ঢাকা বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৫৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে ২১৭ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় অবস্থানে থাকা মিশরের রাজধানী কায়রোর স্কোর ১৯৪। পাকিস্তানের করাচি শহর ১৭০ স্কোর নিয়ে তৃতীয়, বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো ১৬৬ স্কোর নিয়ে চতুর্থ এবং ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুমান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে চিহ্নিত করা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে অবস্থান করার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বায়ুদূষণের এ পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা দূষণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top