শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নিসের বিপক্ষে পিএসজির ড্র

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১, ০০:৫৭

নিসের বিপক্ষে পিএসজির ড্র

মেসির ব্যালন ডি'অর জয়ের ঠিক পরের ম্যাচেই নিসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাধ্য হতে হয়েছে পিএসজিকে। বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে পার্ক দেস প্রিন্সে তাদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা দলটি। লিগে এটা পিএসজির দ্বিতীয় ড্র। অন্যদিকে নিসের চতুর্থ।

শুরু থেকে শেষ পর্যন্ত খেলায় আধিপত্য ছিল পিএসজির। যদিও সেটা গোলে রূপ দিতে পারেননি মেসিরা। পিএসজি ৭০ শতাংশ বলের দখল নিয়েও গোলবারে শট করতে পেরেছেল মাত্র ৫টি। সে তুলনায় বলের দখল, শটে অনেক পিছিয়ে থাকা সফরকারীরা এদিন পিএসজি গোলমুখে দুবার শট করে কিছুটা ত্রাস সঞ্চার করতে পেরেছিল পার্ক দেস প্রিন্সের দর্শকদের। ম্যাচের প্রথম গোলমুখে শটটাও ছিল তাদেরই। নবম মিনিটের সে শটটা অবশ্য ঠেকিয়ে দেন দুদিন আগেই বিশ্বসেরা গোলরক্ষকের খেতাব জেতা জিয়ানলুইজি ডনারুমা।

দ্বিতীয়ার্ধে মেসি সুযোগ পেয়েছিলেন একটা। কিন্তু ৭৮ মিনিটের দিকে অনেকটা ফাঁকায় থেকেও লক্ষ্যেই শট রাখতে পারেননি তিনি। শেষ দিকে ইদ্রিসা গেইও সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে পিএসজি ম্যাচটা শেষ করে এক পয়েন্ট নিয়ে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top