• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বৃষ্টিতে জুতা নিয়ে বিড়ম্বনা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২২ জুন ২০২১, ২০:০০

বৃষ্টিতে জুতা নিয়ে বিড়ম্বনা

বৃষ্টির দিনে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হয় জুতা নিয়ে। বৃষ্টি ও কাঁদার কারণে অনেকেই পরতে পারেন না পছন্দের জুতা। লেদার বা আর্টিফিশিয়াল লেদারের জুতাও অচল এই মৌসুমে। জুতার পাশাপাশি পায়ের অবস্থাও খারাপ হয়ে যায়। আর বর্ষায় জুতা টিকতেও চায় না বেশিদিন। তাই পানি-কাদায় নষ্ট হবে এই কথা মাথায় রেখে বর্ষায় বেছে নিতে হয় ফ্যাশনেবল ও টেকসই ওয়াটারপ্রুভ কিছু জুতা। যেমন -

- নরম রাবার বা প্লাস্টিকের তৈরি স্যান্ডেল। বিভিন্ন ব্র্যান্ডের শো-রুমে এ জাতীয় স্যান্ডেল সহজেই পাওয়া যায়। এসব স্যান্ডেলের মধ্যে আছে নকশার ভিন্নতা ও রঙের বৈচিত্র্য। বর্ষায় গাঢ় রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে উজ্জ্বল রঙের স্যান্ডেল পরলে বেশ মানায়।

- রেইনি বুটও একটি ভালো অপশন। এমন ঘরানার জুতাতে পা অনেকটাই ঢাকা থাকে। এর ফলে কাদা-পানি থেকে রক্ষা পায় পা। স্কার্ট বা মিনি ড্রেসের সঙ্গে এই ধরনের জুতা খুব ভালো মানায়। নন লেদার ম্যাটেরিয়ালে তৈরি এই জুতাও ভেজে না বৃষ্টিতে, আর বেশ স্টাইলিস দেখতে।

- যারা প্রতিদিন ঘর থেকে বের হন; সেসব নারীদের জন্য বর্ষায় সিয়েরা স্টেলা সিলভার উয়োম্যান শু খুবই উপকারী। এ ধরনের জুতাতে পা পুরোটাই ঢাকা থাকে। এই জুতার বিশেষত্ব এর হালকা ওজন। ক্যাজুয়াল ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে এই জুতা বেশ মানায়।

- ’গ্ল্যামারাস লেডিজ ফ্যান্সি রেন স্লিপ অন’ জুতাগুলো বর্ষায় পরতে পারেন। বেশ স্টাইলিস ও ক্যাজুয়াল ঘরানার এই জুতা পায়ের পিছন দিক খোলা ও সামনের দিকের পায়ের পাতা ঢাকা থাকে এই জুতায়। সিনথেটিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় এই জুতাগুলো।

- এছাড়া বাজারে নানা ডিজাইন আর রঙে পিভিসি প্লাস্টিকের তৈরি অ্যাঙ্কল লেংথ বুটও পাওয়া যায়। কার্টুন থেকে শুরু করে নানা ইমোটিকন প্রিন্টেড প্যাটার্ন এখন নতুন ট্রেন্ড হিসেবে যুক্ত হচ্ছে। হালকা হিল থাকায় এসব জুতায় কাদা ছিটার ভয় নেই।

- ভারি বর্ষণে ঘর থেকে বের হওয়ার সময় একমাত্র ভরসা হতে পারে কাফ লেংথ রেইন বুট। শক্তপোক্ত আর রাবারের তৈরি জুতা যেমন আরামদায়ক; তেমনই বৃষ্টির দিনে পরে হাঁটতে পারবেন খুব সহজেই।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top