দেশে করোনাভাইরাসে মৃত্যু ৬ জনের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ২৩:৩০
 
                                        করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ছয়জনের ।একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৬৮ জন। বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেছেন ২৭ হাজার ৭৯১ জন। একই সময়ে সারাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৮১ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন। বিভাগীয় হিসাবে, মৃত ছয়জনের মধ্যে চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে দুইজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়।
এদিকে, ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮৩১টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৩৯৩টি। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি এক লাখ ৫৫ হাজার ৪৩৫টি।
এনএফ৭১/এনজেএ/২০২১

 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।