• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


শেষ মেশ দাম কমলো আলু ও ডিমের!

ফারহানা মির্জা | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩, ১১:৪১

ছবিঃ সংগৃহীত

ভারত থেকে আমদানির খবরে আরো একধাপ কমে গিয়েছে ডিম ও আলুর দাম।পাইকারি বাজারে তিন দিনের ব্যবধানে কেজি প্রতি আলুর দাম কমেছে ১৫ টাকা আর প্রতি পিস ডিমের দাম কমেছে ৩ টাকা পর্যন্ত। সরবরাহ বাড়লে দাম আরো কমতে পারে বলছেন সংশ্লিষ্টরা।

অনুমতি দেয়ার দেড় মাস পর যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করতে শুরু করেছে ডিম। শুল্কসহ প্রতিটি ডিমের দাম পড়ছে ৭ টাকা ২৩ পয়সা। খুচরা পর্যায়ে দাম হতে পারে সর্বোচ্চ ১০ টাকা। তবে রাজধানীর পাইকাররা বলছেন আমদানি করা ৬১ হাজার ৯৫০টি ডিম চাহিদার তুলনায় নগণ্য। যদিও এরই মধ্যে কমতে শুরু করেছে ডিমের দাম।


পাইকারি ডিম ব্যাবসায়ি বললেন, আমদানির আগেই বাজারে ডিমের দাম কমতে শুরু করে, বাজারে সবজি আর মাছের দাম কমলে ডিমের দাম আরও কমবে। অন্য আরেক ব্যাবসায়ি বললেন, অবরোধের কারণে বাজারে সবকিছুর বিক্রিই কম, সেই প্রভাব ডিমের বাজারেও পরেছে। লোকজন কম থাকায় বিক্রি কম হচ্ছে।

পাইকারি বাজারে কমেছে আলুর দামও। আমদানির খবরেই আড়তে আলুর দাম নেমেছে ৩০ থেকে ৩৫ টাকায়। হিমাগার থেকেও আলু সরবরাহ বাড়বে।

আলু চাষের সাথে জড়িতরা বলছেন মৌসুমের আগে এ আমদানি আত্মঘাতি। হিমাগারের মালিকদের অতিমুনাফার সুযোগ না দিয়ে আরো আগেই আমদানি করা উচিৎ ছিল বলেও মন্তব্য করছেন তারা।

পাইকারি বাজারের ব্যাবসায়িরা বলছেন, আমদানির খবর আসতেই বাজারে আলুর দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা কমে গেছে। তবে এই কম দামের নেতিবাচক প্রভাব কৃষকের বহন করতে হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

উল্লেখ্য, দেশের বিভিন্ন বন্দর দিয়ে ভারত থেকে আসা আলু ঢুকছে। প্রতিকেজি আলুতে খরচ পড়ছে ২৬টাকা। পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকায়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top