জুলাই স্মরণে '১ মিনিট ইন্টারনেট ব্ল্যাক আউট' বাতিল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুলাই ২০২৫, ১৭:১৪

জুলাই বিপ্লব’ স্মরণে নেওয়া হয়েছিল এক প্রতীকী কর্মসূচি— এক মিনিটের ইন্টারনেট ব্ল্যাকআউট। কিন্তু সেটি আর হচ্ছে না। বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার, ৩ জুলাই—সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন। তিনি লিখেছেন—জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটি মাত্র কর্মসূচি—আমরা একাধিকবার বাদ দিয়েছি, আবার যুক্ত করেছি।
ইন্টারনেট ব্ল্যাকআউট’ সম্ভবত তেমন ভালো আইডিয়া নয়—এটা অনেকের মতেই বিভ্রান্তিকর হতে পারত। জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালায় এই ব্ল্যাকআউট কর্মসূচি রাখা হয়েছিল ১৮ জুলাই, প্রতীকীভাবে আওয়ামী লীগ সরকারের শাটডাউনের প্রতিবাদে।
কিন্তু বড় আয়োজনে অংশগ্রহণকারী দলগুলো এবং নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে সরকার কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নেয়। ফারুকী বলেন— ভুল নয়, সংশোধনই সভ্যতা। সবার মতামতের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।
ফারুকীর পোস্টের শেষ লাইনে ছিল এক আবেগঘন আহ্বান: লেটস রিকানেক্ট, রিগ্রুপ অ্যান্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার। অর্থাৎ—এই বিপ্লবের আগুন সংযোগ বিচ্ছিন্ন করে নয়, বরং সংযোগ ঘটিয়ে ছড়িয়ে দিতে চায় সরকার।
স্মরণ, সহানুভূতি, সংলাপ—এই তিনেই গড়ে উঠছে জুলাই অভ্যুত্থানের নতুন ভাষ্য।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।