বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

এবার নতুন খবর—আগস্ট-সেপ্টেম্বরের মধ্যেই নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুলাই ২০২৫, ১৪:০৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর-জানুয়ারিতে বসবে বিপিএলের দ্বাদশ আসর। কিন্তু এবার নতুন খবর—আগস্ট-সেপ্টেম্বরের মধ্যেই নতুন ফ্র্যাঞ্চাইজি নেবে বিসিবি। আর অক্টোবরের আগে কোনোভাবেই প্লেয়ার্স ড্রাফট হবে না।

বিসিবির গভর্নিং কাউন্সিলে আছেন তিনজন—প্রধান মাহবুবুল আনাম, সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম, এবং আরেক সদস্য ফাহিম সিনহা। সংবাদমাধ্যমে মাহবুবুল আনাম জানান—বিসিবি এবার আন্তর্জাতিক মানে গড়তে চায় বিপিএলকে। এজন্যই ইভেন্ট ও স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি নিতে যাচ্ছে টেন্ডারের মাধ্যমে।

ফ্র্যাঞ্চাইজি চুক্তি সবশেষ আসরেই শেষ হয়েছে। এখন নতুন ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি হবে একেবারে নতুন কাঠামোতে। আইনি, আর্থিক এবং মার্কেটিং বিশেষজ্ঞদের গভর্নিং কাউন্সিলে যুক্ত করার পরিকল্পনাও চলছে।

এছাড়াও পরিবর্তন আসছে মাঠ ব্যবস্থাপনাতেও। শেরেবাংলার দীর্ঘদিনের কিউরেটর গামিনি ডি সিলভার চুক্তি শেষের পথে। বিসিবি এবার চাইছে স্থানীয়, বিজ্ঞানভিত্তিক শিক্ষিত কিউরেটর। যদি উপযুক্ত কাউকে পাওয়া যায়—তাহলে গামিনির জায়গায় আসবেন নতুন কেউ।

সব মিলিয়ে বলা যায়—বিপিএলের দ্বাদশ আসর হতে যাচ্ছে একদম নতুনভাবে সাজানো। নতুন ফ্র্যাঞ্চাইজি, নতুন ড্রাফট পদ্ধতি, আর সম্ভাব্য নতুন কিউরেটর—সবকিছু শুরু হচ্ছে বেইজ লেভেল থেকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top