মাহফুজ বললেন, জুলাই আন্দোলনের সূচনা ছিল 'মেটিকুলাস ডিজাইন'
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জুলাই ২০২৫, ১০:০০

জুলাই অভ্যুত্থান ছিল কি শুধুই জনতার স্বতঃস্ফূর্ত বিদ্রোহ? নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত কৌশল? মুখ খুলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শুনে নিন পুরো বিষয়টি...
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম স্পষ্ট করেই বললেন—জুলাই আন্দোলনের প্রথম অংশ ছিল ‘মেটিকুলাসলি ডিজাইনড’। আর দ্বিতীয় অংশের পুরো কৃতিত্ব ছাত্র-জনতার।
মাহফুজ বলেন, জনগণের চেতনা জাগিয়ে তুলতে, লক্ষ্য ঠিক রাখতে এবং বিপ্লব সফল করতে পরিকল্পনার বিকল্প নেই। এই মেটিকুলাস ডিজাইনই প্রস্তুত করেছিল আন্দোলনের পটভূমি, নেতৃত্ব আর দিকনির্দেশনা।”
তিনি সময়টাকেও ভাগ করে ব্যাখ্যা করেছেন—৫ জুন থেকে ১৮ জুলাই চলেছে কৌশলগত প্রস্তুতি। এরপর ১৯ জুলাই থেকে ৫ আগস্ট—ছাত্র-জনতার রক্ত আর আত্মদানে অভ্যুত্থান হয়েছে সফল।
তিনি আরও বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ, আগরতলা ষড়যন্ত্র বা ’৬৯-এর গণঅভ্যুত্থানও তো ছিল পরিকল্পিত! তাহলে আজকের অভ্যুত্থান পরিকল্পিত হলে দোষ কোথায়? তথ্য উপদেষ্টার এই ব্যাখ্যা নিয়ে ইতোমধ্যেই আলোচনা তুঙ্গে। আপনারা কী মনে করেন—অভ্যুত্থান পরিকল্পনা ছাড়া সম্ভব?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।