রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

নৌকার বৈধতা নেই, শাপলা চাই—নির্বাচন কমিশনে উত্তেজক বৈঠক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১৬:৩৭

ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রতীক নিয়ে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি। এবার নির্বাচন কমিশনে গিয়ে সরাসরি দাবি জানালো জাতীয় নাগরিক পার্টি—নৌকা প্রতীক তফসিল থেকে বাদ দিতে হবে, আর শাপলা প্রতীক ফিরিয়ে আনতে হবে। রবিবার, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলের যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের জানান— আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। সেক্ষেত্রে, তাদের প্রতীক নৌকা তফসিলভুক্ত থাকতে পারে না। এই আইনি যুক্তি তুলে ধরেছি সিইসির সামনে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে—বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতীক বিতর্কের কেন্দ্রে শাপলা। এনসিপি জানায়, তারা শাপলা, কলম ও মোবাইল—এই তিনটি প্রতীক চাইলেও মূল লক্ষ্য শুধু শাপলা প্রতীক বরাদ্দ পাওয়া।

দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী জানান—শাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। এনসিপির দাবি, শাপলার জন্য তারা নিয়ম মেনে আবেদন করেছে এবং নাগরিক ঐক্য আগেই কেটলি প্রতীক নিয়ে নিয়েছে।

নতুন প্রতীক চাইলে, নাগরিক ঐক্যকে নতুনভাবে আবেদন করতে হবে। এনসিপির মতে, তাদের আইনগত অবস্থান আরও দৃঢ়। জানা গেছে, ২২ জুন এনসিপি কমিশনে জমা দিয়েছে ৪৩ হাজার ৩১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ দরখাস্ত। তারা জানতে চেয়েছে—প্রক্রিয়ার অগ্রগতি কী, এবং প্রয়োজনে আরও নথি দাখিল করতে প্রস্তুত আছে।

প্রবাসী ভোটারদের জন্য তিনটি প্রস্তাবিত ভোট পদ্ধতি নিয়েও কমিশনের অবস্থান জানতে চায় এনসিপি প্রতিনিধি দল।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে দলের বক্তব্য—আমরা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করি না, বরং আইনি যুক্তির আলোকে কথা বলি। বৈঠক শেষে এনসিপি জানায়—প্রতীক তালিকা থেকে শাপলা বাদ পড়ায় তারা গভীর উদ্বেগে। তবে কমিশন আশ্বস্ত করেছে—আলোচনার ভিত্তিতে বিষয়টি দেখা হবে।

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top