রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

জাতীয় প্রতীক নিয়ে রাজনৈতিক লড়াই: নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ইতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১৬:৫৪

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা নিয়ে নির্বাচনী রাজনীতিতে উঠেছে তুমুল বিতর্ক। জাতীয় নাগরিক পার্টি—এনসিপি চেয়েছিল শাপলাকে তাদের নির্বাচনী প্রতীক হিসেবে।

কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে—শাপলা আর কোনো দলই পাবে না। এই সিদ্ধান্তের কথা বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সিইসি বলেন—আমরা কমিশনে বসে আইনি ও নীতিগত দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি, শাপলা প্রতীক তালিকাভুক্ত করছি না। কেউই এটা পাবে না।

নাসির উদ্দিন আরও বলেন—আগে নাগরিক ঐক্য এই প্রতীক চেয়েছিল, পরে এনসিপি। কিন্তু জাতীয় ফুল হওয়ায় আইনি জটিলতা রয়েছে। তাই কাউকেই দিচ্ছি না।

একই সাক্ষাৎকারে সিইসি জানান—নতুন দলগুলোর নিবন্ধন যাচাই-বাছাই চলছে পুরোদমে। প্রায় দেড়শ আবেদন এসেছে, যার মধ্যে অনেক দলের তো অফিসও নেই! তবে নির্বাচন কমিশনের ৫ হাজার ৭০০ মাঠ কর্মকর্তার মাধ্যমে যাচাই শুরু হয়ে গেছে।

জামায়াতে ইসলামীর বিষয়ে প্রশ্নে সিইসি বলেন—২০১৩ সালে কোর্টের রায়ে তাদের নিবন্ধন ও প্রতীক বাতিল হয়েছিল। এখন অ্যাপিলেট ডিভিশনের রায়ে ‘স্ট্যাটাস কো’ হওয়ায়, তারা আগের প্রতীক দাঁড়িপাল্লাসহ রেজিস্ট্রেশন ফিরে পাচ্ছে। সিইসি একে ব্যাখ্যা করেন আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতা হিসেবেই।

সাক্ষাৎকারের শেষদিকে তিনি বলেন—আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও, নির্বাচন সম্ভব। তবে আমরা কোনো দলে পক্ষপাত করব না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top