পার্বত্য ও পূজায় অশান্তি সৃষ্টির চক্রান্তে ফ্যাসিস্ট দোসর: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১৭:৩৮

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার গুরুতর অভিযোগ। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, এই চক্রান্তের পেছনে ‘ফ্যাসিস্ট দোসরদের মদদ’ রয়েছে।
উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টরা দুটি উপায়ে উসকানি দিচ্ছিল। প্রথমত, ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে পার্বত্য এলাকায় অস্থিতিশীলতা তৈরি। দ্বিতীয়ত, শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ সৃষ্টি।
তিনি নিশ্চিত করেন, যে ধর্ষণের ঘটনা নিয়ে পার্বত্য চট্টগ্রামে তুলকালাম চলছিল, মেডিকেল রিপোর্টে তার কোনো আলামত পাওয়া যায়নি। অন্যদিকে, সারাদেশে ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হয়েছিল। এই কাজটিকে পার্শ্ববর্তী দেশের ঘটনার যোগসূত্র হিসেবেও দেখছেন তিনি।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজামণ্ডপ কমিটির সক্রিয় ভূমিকার কারণে কুচক্রীদের এই চক্রান্ত নস্যাৎ করা সম্ভব হয়েছে। উপদেষ্টা জানান, এবারও দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অসুরের মুখে দাড়ি লাগানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।