মার্কিন কংগ্রেসম্যানদের কড়া বার্তা: প্রতিশোধ নয়, জবাবদিহি চাই
আওয়ামী লীগকে নিষিদ্ধে উদ্বেগ! ড. ইউনূসকে ৫ মার্কিন কংগ্রেসম্যানের চিঠি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৫
ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে চিঠি দিলেন ৫ প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান। যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
গ্রেগরি মিকস ও বিল হুইজেঙ্গাসহ ৫ সদস্য চিঠিতে জানান, কোনো বড় রাজনৈতিক দলের কার্যক্রম পুরোপুরি স্থগিত করা মৌলিক মানবাধিকারের পরিপন্থী। তারা বলেন, গণআন্দোলনের হত্যাকাণ্ডের বিচার হতে হবে ব্যক্তিগত পর্যায়ে, দলগতভাবে নয়।
চিঠিতে জাতিসংঘের প্রতিবেদন উদ্ধৃত করে ১৪০০ মানুষের নিহতের কথা উল্লেখ করা হয়। তবে বর্তমান ট্রাইব্যুনালকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে তারা সতর্ক করেন যে, প্রতিশোধের রাজনীতি গণতান্ত্রিক পথে বাধা হতে পারে।
কংগ্রেসম্যানরা আহ্বান জানিয়েছেন, আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তারা মনে করেন, জনগণের নেতৃত্ব বেছে নেওয়ার অধিকার যেন ব্যাহত না হয় এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে থাকবে।

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।