বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৩:১৯

সংগৃহীত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে ভক্তরা সমাধিস্থলে প্রবেশ করতে পারছেন।

উদ্যানের সংস্কার কাজ চলমান থাকায় কিছুদিন ভেতরে প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। তবে এখন প্রবেশের অনুমতি দেওয়ায় সাধারণ মানুষ এবং দলীয় নেতা-কর্মীরা খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন। যেসব মানুষ সরাসরি সমাধিস্থলে যেতে পারছেন না, তারা সড়কের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন।

সমাধিস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা গত ৩১ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আবদুল মালেকের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ২৩ নভেম্বর তিনি ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে নিউমোনিয়া ও কিডনি, লিভার, আর্থ্রাইটিস এবং ডায়াবেটিসসহ পুরোনো জটিলতায় তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়। অবশেষে তাকে আইসিইউতে নেওয়া হয়, যেখানে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top