নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৪:০৮
নোয়াখালীর বেগমগঞ্জে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তার ছোট ভাই। ঘটনার পর থেকে ঘাতক হারুনুর রশীদ (৫০) পলাতক রয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বুধবার (৩১ ডিসেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আবু বক্কর ছিদ্দিক মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওসি জানান, ঘটনার সময় সকাল ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের ছেলামত উল্যার বাড়িতে বাবার সঙ্গে ছোট ভাইয়ের মধ্যে জমি নিয়ে তর্ক হয়। নিহতের মেজো ছেলে আব্দুল্লাহ আল ফয়সাল অভিযোগ করেছেন, কয়েকদিন ধরে তার কাকা হারুনুর রশীদ তার বাবার ধানক্ষেতে চাষাবাদের জন্য হুমকি দিচ্ছিল। ঘটনার দিন বাড়ির সামনের গেটে কথাকাটাকাটির একপর্যায়ে হারুনুর রশীদ দা দিয়ে আবু বক্কর ছিদ্দিককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৯টায় তিনি মারা যান। নিহতের জানাজা বুধবার রাত সাড়ে ৯টায় পরিবারের কবরস্থানে সম্পন্ন হয়।
ওসি এম এ বারী বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।