ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১৬:০২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রেস সচিব।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সভায় ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটির প্রস্তাব গৃহীত হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ছুটি থাকবে ১০ ও ১১ ফেব্রুয়ারি।’
নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিস্তারিত আসছে…
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।