বৃহঃস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

জম্মু-কাশ্মীরের ১০ ভারতীয় সেনা নিহত, ১০ আহত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১৬:২৩

সংগৃহীত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের দোদা জেলায় এক ভয়াবহ দুর্ঘটনায় ১০ সেনা নিহত হয়েছেন। এই দুর্ঘটনা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঘটেছে। খবর দিয়েছে এনডিটিভি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযানে যাওয়ার পথে ভারতীয় সেনাবাহিনীর একটি বুলেটপ্রুফ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চলন্ত অবস্থায় গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং এতে ঘটনাস্থলেই ১০ সেনা নিহত হন। এ ঘটনায় আরও ১০ জন সেনা আহত হয়েছেন। তাদের অবস্থাও গুরুতর।

দুর্ঘটনার পর জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, “দোদায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ জন সাহসী ভারতীয় সেনাসদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমরা সবসময় তাদের অসামান্য দায়িত্ব পালন ও সর্বোচ্চ আত্মত্যাগ স্মরণ রাখব। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। এই গভীর শোকের মুহূর্তে পুরো দেশ শোকাহত পরিবারগুলোর পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।”

আহত সেনাদের দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top