রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

ব্যাংককে ইতিহাস গড়ল সাবিনারা, সাফ ফুটসাল জয়ে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৮:৫৪

সংগৃহীত

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে শিরোপা জিতে নিয়েছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল। এই ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ নারী ফুটসাল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়।

প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, কঠোর পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত।

বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

তিনি ভবিষ্যতেও বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, ব্যাংককে অনুষ্ঠিত প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে মালদ্বীপকে ১৪-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top