ঢাকার আসন কাউকে না দেওয়ার দাবি অহংকারের শামিল: নজরুল ইসলাম খান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২৬, ১৮:৫৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের কিছু নেতার এমন দাবি যে, ঢাকার কোনো আসন তারা কাউকে দেবে না—এটি অহংকারের নিদর্শন। তিনি বলেন, আল্লাহ কারও দম্ভ ও অহংকার পছন্দ করেন না। এ ধরনের বক্তব্য কখনো কখনো তাদের কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য বলা হতে পারে, তবে এমন কথা বলা উচিত নয়, যা তাদের ইমানকেও পরীক্ষার মুখে ফেলে দেয়।
রোববার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ঢাকার আসন দেওয়ার মালিক কোনো রাজনৈতিক দল নয়—এর মালিক আল্লাহ। নির্বাচন একটি অনিশ্চিত প্রক্রিয়া, যেখানে জনগণ যাকে সমর্থন করবে, আল্লাহ তাকেই বিজয়ী করবেন। তিনি বলেন, বিএনপি কখনো বলেনি যে তারা অন্য কাউকে কোনো আসন দেবে না। জীবনে ঢাকা মহানগর তো দূরের কথা, আশপাশের অনেক আসনও বিএনপি পায়নি। তাহলে এটিও কি অহংকার নয়—এমন প্রশ্ন তোলেন তিনি।
দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশে জন্মগ্রহণকারী কেউ যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে তা পরিত্যাগ করে, তবে নির্বাচনে অংশ নিতে তার কোনো আইনগত বাধা নেই।
পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের বিষয়ে তিনি বলেন, শুরুতে দাঁড়িপাল্লা, শাপলা কলি ও হাতপাখা প্রতীক ব্যবহৃত হতো। ধানের শীষ প্রতীক পরে এসেছে। কিন্তু ব্যালট পেপার ভাঁজ করলে ধানের শীষ প্রতীকটি পড়ে যায়। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হলে তারা জানান, এটি অফিসের লোকজনের ভুল ছিল এবং আগে তারা বিষয়টি বুঝতে পারেননি।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রগতির পথে জনগণের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিয়া পরিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান—সবসময় জনগণের সেই আস্থা অর্জন করে এসেছেন। আগামীতেও জনগণের সেই আস্থা প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।