শরীরিক সক্ষমতা না থাকায় খালেদা জিয়ার বিদেশযাত্রা বিলম্ব, মঙ্গলবার ঢাকায় আসতে পারে এয়ার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬
অ্যাম্বুলেন্সবিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও দীর্ঘ দূরত্বের ফ্লাইটে ভ্রমণের মতো সক্ষমতা এখনো হয়নি—এ কারণে তাঁর লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই তাঁকে লন্ডনে নেওয়া হবে। এদিকে কাতার সরকারের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে।
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও লন্ডনে চিকিৎসার জন্য দীর্ঘ সময় বিমান ভ্রমণ করার মতো সক্ষমতা নেই বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, তাঁর অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হলেও বিদেশযাত্রার উপযোগী নন তিনি।
চিকিৎসক বলেন, “দীর্ঘ ১২–১৪ ঘণ্টার ফ্লাইটে উচ্চতায় মানুষের শরীরে যে চাপ পড়ে, সেই অবস্থায় বর্তমানে খালেদা জিয়ার পক্ষে ভ্রমণ করা সম্ভব নয়। তাই তাঁকে নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করছি।”
কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মান এফএআই অ্যাভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে। সব ঠিক থাকলে ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইটটি।
বেবিচকের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ফ্লাইটটির ভিভিআইপি শিডিউল অনুমোদন এবং অবতরণের ক্লিয়ারেন্স ইতোমধ্যে দেওয়া হয়েছে।
এয়ার অ্যাম্বুলেন্সটি দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য বিশ্বব্যাপী পরিচিত এবং ঢাকা–লন্ডন রুটে চিকিৎসা জরুরি অবস্থার জন্য উপযোগী।
খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে এবং বেশ কয়েকটি পরীক্ষা–নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে।
তারেক রহমানের সহধর্মিণী ও চিকিৎসক ডা. জোবাইদা রহমানও বোর্ডের সদস্য হিসেবে হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন। শুক্রবার ঢাকা পৌঁছে তিনি প্রতিদিন দুইবার খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার জানান, “আমি সার্বক্ষণিক হাসপাতালে আছি। তিনি সিসিইউতে মোটামুটি আছেন।”
ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, “এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার নিরাপত্তা ও শারীরিক সক্ষমতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন কখন তাঁর ভ্রমণ উপযোগী হবে।”
গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত বোর্ড তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।