সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সামনে কঠিন সময় আসছে: তারেক রহমানের সতর্কবার্তা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৭:০৫

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, দেশের সামনে কঠিন সময় আসছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। গণতন্ত্রই পারে সব ধরনের অপতৎপরতা রুখে দিতে।

রোববার (৭ ডিসেম্বর) বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশ একটি সংকটমুখী সময় অতিক্রম করছে। গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করার নানামুখী অপচেষ্টা চলছে। তবে জনগণ সচেতন হলে এবং ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই গণতন্ত্রকে রুখে রাখতে পারবে না।”

তিনি আরও বলেন, “আগামী দিনের বাংলাদেশকে গণতান্ত্রিক, বিকশিত ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে। জবাবদিহিমূলক শাসনব্যবস্থা ছাড়া কোনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”

কর্মসূচিতে দলের সিনিয়র নেতারা বলেন, দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারই হচ্ছে একমাত্র পথ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top