বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

এনসিপি প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুকে হত্যার হুমকির অভিযোগ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৫২

সংগৃহীত

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে—এমন অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু দাবি করেন, একটি নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে নিয়মিত তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। হুমকিদাতারা ভয়ভীতির উদ্দেশ্যে তাকে পুড়িয়ে কিংবা কুপিয়ে হত্যার মতো সহিংস ভাষা ব্যবহার করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে এ ধরনের হুমকি পেলেও তা প্রকাশ করেননি। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক জোট গঠন ও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হুমকি, অপপ্রচার ও চরিত্রহননের অপচেষ্টা শুরু হয়েছে বলে দাবি করেন তিনি।

ডা. মাহমুদা মিতু আরও বলেন, জোটের খবর প্রকাশের পর একটি মহল তার বিরুদ্ধে উদ্ভট ও বানোয়াট তথ্য ছড়িয়ে দিচ্ছে। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও, সম্পাদিত ছবি কিংবা মানহানিকর কনটেন্ট ছড়ানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এসব হুমকিতে তিনি ভয়ভীত নন উল্লেখ করে সমর্থকদের বিচলিত না হওয়ার আহ্বান জানান এবং সবার কাছে দোয়া কামনা করেন।

এ বিষয়ে ডা. মাহমুদা আলম মিতু বলেন,

“গতকাল আমি ঝালকাঠি-১ আসনে এনসিপির হয়ে মনোনয়নপত্র দাখিল করেছি। এ ধরনের হুমকি নতুন নয়, আগেও পেয়েছি। বিষয়টি পরিবারকে জানিয়েছি এবং গুরুত্ব দিয়ে দেখছি। খুব শিগগির অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার কথা ভাবছি।”

এদিকে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন,

“এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top