এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়কের পদ থেকে খান মুহাম্মদ মুরসালীনের পদত্যাগ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১৭:০৩
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে খান মুহাম্মদ মুরসালীন লেখেন, তিনি দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি দলের মিডিয়া সেল এবং প্রচার ও প্রকাশনা সেলেও তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন।
এছাড়া সাম্প্রতিক সময়ে দলের নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বৃহস্পতিবার থেকেই তিনি জাতীয় নাগরিক পার্টির সব ধরনের দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের পেছনের কারণ বিস্তারিতভাবে একটি ভিডিও বার্তায় তুলে ধরেছেন বলেও জানান তিনি।
তবে এনসিপি ছাড়লেও রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন না বলে স্পষ্ট করে জানান খান মুহাম্মদ মুরসালীন। তিনি লেখেন,
‘এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে।’
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।