সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শীর্ষ নেতা-প্রার্থীদের আয়

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১১:৪১

ছবি: সংগৃহীত

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কমিশনে (ইসি) দেওয়া হলফনামা অনুযায়ী বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টির শীর্ষ পাঁচ নেতার মাসিক আয় লাখ টাকারও কম।

বাঁ থেকে ডা. শফিকুর রহমান, তারেক রহমান, জি এম কাদের, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আখতার হোসেন।

প্রধান তথ্যসমূহ:

  • ডা. শফিকুর রহমান (জামায়াত): পেশা চিকিৎসক। আয়ের উৎস: কৃষি ও অনুদান।

    • বার্ষিক আয়: ৩ লাখ ৬০ হাজার টাকা

    • মাসিক আয়: ৩০ হাজার টাকা

  • জি এম কাদের (জাতীয় পার্টি): পেশা রাজনীতি। আয়ের উৎস: ভাতা।

    • বার্ষিক আয়: ৪ লাখ টাকা

    • মাসিক আয়: ৩৩ হাজার টাকা

  • তারেক রহমান (বিএনপি): বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার টাকা, মাসিক প্রায় ৫৬ হাজার টাকা।

  • আখতার হোসেন (এনসিপি, রংপুর-৪): সম্পদ: নগদ ১৩ লাখ টাকা, গাড়ি-বাড়ি নেই। আয়ের উৎস: কৃষি ব্যবসা ও চাকরি।

    • বার্ষিক আয়: ৫ লাখ ৫ হাজার টাকা

    • মাসিক আয়: ৪২ হাজার টাকা

  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি, ঠাকুরগাঁও-১): পেশা ব্যবসা। সম্পদ: ৪ কোটি ৫৪ লাখ টাকা।

    • বার্ষিক আয়: ১১ লাখ ৩৩ হাজার ১৮৩ টাকা

    • মাসিক আয়: প্রায় ৯৫ হাজার টাকা

  • নাহিদ ইসলাম (এনসিপি, ঢাকা-১১): পরামর্শক হিসেবে আয়ের পরিমাণ বার্ষিক ১৬ লাখ টাকা।

  • ফয়জুল করীম (ইসলামী আন্দোলন, বরিশাল-৫): আগের হলফনামার তুলনায় নগদ ও আয় বেড়েছে কয়েকগুণ।

    • বার্ষিক আয়: ১৪ লাখ টাকা

    • সম্পদ: ৩১ লাখ ১২ হাজার ৪৭ টাকা

  • শামীম হায়দার পাটোয়ারী (জাতীয় পার্টি): পেশা আইন ও ব্যবসা।

    • বার্ষিক আয়: ৩৩ লাখ টাকা

    • মাসিক আয়: ২ লাখ ৭৫ হাজার টাকা

নির্বাচন কমিশন এবার হলফনামার তথ্য সত্যতা যাচাইয়ে কঠোর। মিথ্যা তথ্য প্রমাণিত হলে প্রার্থিতা বাতিলসহ জরিমানা ধার্য হবে।

নির্বাচন সংক্রান্ত সময়সূচি:

  • মনোনয়নপত্র জমার শেষ দিন: ২৯ ডিসেম্বর

  • মনোনয়নপত্র বাছাই: ৪ জানুয়ারি

  • আপিল: ৬–১২ জানুয়ারি

  • আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি

  • প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি

  • চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি

  • নির্বাচনী প্রচারণা: ২২ জানুয়ারি–১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০

  • ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top