নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি নেতৃত্বে আসিফ মাহমুদ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৫:২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করবে। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীবের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
দলটির বরাত দিয়ে বলা হয়েছে, নির্বাচন কমিশন ভবনে বিকাল ৩টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমাদ এবং নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলমও প্রতিনিধিদলে থাকবেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।