বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

আইপিএল সম্প্রচার বন্ধ: বিএনপির প্রার্থী ইশরাকের সরকারকে প্রশংসা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৫:২৬

সংগৃহীত

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেছেন এবং এই উদ্যোগের জন্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে মোহামেডান ক্লাব অডিটোরিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, “এই সিদ্ধান্ত বাংলাদেশের খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো রাজনৈতিক সংস্থা নয়। তারা খেলোয়াড়দের নিরাপত্তা ও মর্যাদা বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত নিয়েছে।”

তিনি আরও বলেন, জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান শুধুমাত্র একজন খেলোয়াড় নন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি। তার প্রতি যেকোনো ধরনের অসম্মান মানেই বাংলাদেশ ও জনগণের প্রতি অসম্মান।

ইশরাক আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কোনো আগ্রাসী বা অসম্মানজনক আচরণ করা হলে তা থেকে বিরত থাকার জন্য সব রাষ্ট্র ও সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার প্রতি সতর্কতা অবলম্বন করা হবে। তিনি এ সময় ক্রীড়াঙ্গন নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top