বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

কলকাতার অ্যাপোলো হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হচ্ছে ওবায়দুল কাদেরকে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৬:০২

ছবি: সংগৃহীত

কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে থাকা বাংলাদেশ থেকে পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নতুন করে আর কোনো চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। সংকটাপন্ন এই অবস্থায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে হাসপাতাল থেকে কলকাতার নিজ বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে।

হাসপাতাল সূত্র জানায়, বাড়িতেই চিকিৎসক, লাইফ সাপোর্ট ও প্রয়োজনীয় মেডিকেল ফেসিলিটির মাধ্যমে ওবায়দুল কাদেরকে রাখা হবে।

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পরপরই তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।

বার্ধক্যজনিত একাধিক জটিলতায় ভুগছিলেন ওবায়দুল কাদের। দীর্ঘদিন ধরেই তিনি শয্যাশায়ী ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগেও কলকাতার নিউ টাউনের বাসায় অক্সিজেন সাপোর্টে ছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমদিকে জানায়, চিকিৎসায় কিছুটা সাড়া মিললেও তার অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক।

গত জুন মাসে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের নিজেকে এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দাবি করেন এবং সে সময় কলকাতায় অবস্থানের কথাও স্বীকার করেন।

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর প্রায় তিন মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। পরে ২০২৪ সালের নভেম্বরে দেশ ত্যাগ করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দমননীতি নিয়ে ক্ষমা চাওয়ার প্রশ্নে ওবায়দুল কাদের বলেছিলেন, দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ তৈরি হলে তখন ক্ষমা চাওয়া, ভুল স্বীকার বা অনুশোচনার বিষয়টি বিবেচনায় আসতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর থেকে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বে ছিলেন। নোয়াখালী-৫ আসন থেকে তিনি টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top