দীর্ঘ দুই দশক পরে
সিলেটে শশুর বাড়ির এলাকায় তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ০০:৩৪
দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেটে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেটে পৌঁছেই তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) এবং পরে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় তিনি নফল নামাজ আদায় ও মোনাজাতে অংশ নেন।
মাজার জিয়ারত শেষে তারেক রহমান সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নে অবস্থিত তার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। দলীয় সূত্রে জানা গেছে, সেখানে পৌঁছে তিনি আত্মীয়-স্বজন ও স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেবেন। দোয়া মাহফিল শেষে আত্মীয়স্বজন এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন তিনি।
এদিকে জামাই তারেক রহমানের আগমনকে ঘিরে শিলাম এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর তারেক রহমানের আগমন উপলক্ষে ড. জুবাইদা রহমানের পরিবার ও স্থানীয় বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। স্থানীয় বিএনপি সূত্র জানায়, প্রায় ১২ হাজার নেতাকর্মীর জন্য ৪০ হাঁড়ি খাবার রান্নার আয়োজন করা হয়েছে।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।