মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

বিএনপি ঘোষণা করল ২৯২ আসনে প্রার্থী, নারী প্রার্থী ১০ জন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:২৩

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৯২ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন ১০ জন, এবং ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন ২৩৭ জন। খবরটি সোমবার (২৬ জানুয়ারি) গুলশানে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রকাশ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, “৮৫ জন প্রার্থীর ইতিপূর্বে সংসদ সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এটি জনগণের সেবা এবং জনসম্পৃক্ততার কারণে বিএনপিকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে এসেছে।”

নারী প্রার্থী মনোনয়নের প্রসঙ্গে তিনি বলেন, “এটি নারীর ক্ষমতায়নে দলের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হওয়া সত্ত্বেও একজন নারীকেও মনোনয়ন দেয়নি এমন রাজনৈতিক দলও রয়েছে। আমরা ভবিষ্যতে এই সংখ্যাকে আরও বৃদ্ধি করার অঙ্গীকারবদ্ধ।”

বিএনপি বলেছে, বিগত স্বৈরাচারী শাসনামলে দলের প্রার্থীদের মধ্যে অনেকেই গুম, খুন, হামলা ও মামলা সহ নানা নির্যাতনের শিকার হয়েছেন। তাতে প্রার্থীদের মধ্যে ফ্যাসিস্ট নির্যাতনের শিকারদের সংখ্যা বেশি। তিনজন প্রার্থীও গুমের শিকার হয়েছেন। এছাড়া অনেক প্রার্থীর নামে একশর বেশি মামলা রয়েছে।

তিনি আরও অভিযোগ করেছেন, “কিছু রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে। নারীদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে, যা ভুয়া ভোট, প্রতারণামূলক ভোট বা আর্থিক প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এটি দণ্ডনীয় অপরাধ।”

বিএনপি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছে, প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের নিজেদের থানার বাইরে ভিন্ন স্থানে দায়িত্ব দেওয়া হোক, যাতে নিরপেক্ষতা নিশ্চিত করা যায়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top