রাজশাহীতে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়্যারিয়র্সকে ছাদখোলা বাসে উষ্ণ সংবর্ধনা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:৪৭
রাজশাহীতে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়্যারিয়র্সকে ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করিয়ে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ক্রিকেটারদের উদযাপন করা হয়।
সকাল সাড়ে ১০টায় ক্রিকেটাররা হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে পৌঁছান। ছাদখোলা বাসে চড়ে ট্রফিসহ শহর প্রদক্ষিণ শুরু করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। বাসটি বিমানবন্দর থেকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক, আমচত্বর, রুয়েট ফ্লাইওভার হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড পর্যন্ত যায়।
শহরের মানুষ ও শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে, হাত উঁচিয়ে এবং সোয়েটার, টি-শার্ট খুলে ক্রিকেটারদের হাতে তুলে দিয়ে তাদের সংবর্ধনা জানান। অনেকেই দূর থেকে সেলফি তুলে মুহূর্তটি স্মরণীয় করে রাখেন।
ছাদখোলা বাসে ক্রিকেটাররা গান-বাজনা ও উচ্ছ্বাসের তালে তালে ট্রফি উঁচু করে ধরে, নাচে-গানে অংশ নেন। রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন স্থানে এই উৎসব ও আনন্দমুখর পরিবেশ দেখা যায়। শেষপর্যন্ত বাসটি নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে পৌঁছে।
সংবর্ধনা অনুষ্ঠান থেকে স্পষ্ট, রাজশাহীর মানুষ তাদের চ্যাম্পিয়ন ক্রিকেটারদের নিয়ে আনন্দিত এবং গর্বিত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।