মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

ব্যস্ততার কারণে আসন্ন বিশ্বকাপ মিস করছেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ০০:৪১

সংগৃহীত

আসন্ন ক্রিকেট বিশ্বকাপের সময় দেশের সঙ্গে থাকার সুযোগ হারাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি মিশা সওদাগর। ব্যক্তিগত ব্যস্ততার কারণে তিনি এই সময় দেশের বাইরে থাকবেন।

এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিশা সওদাগর বলেন, “বিশ্বকাপ মানেই দেশের মানুষের জন্য আলাদা এক আবেগ। এবার কাজের কারণে দেশে থাকতে পারছি না, তাই সেটা খুব মিস করব। দেশের বাইরে থাকলেও মনটা থাকবে বাংলাদেশের সঙ্গে।”

তিনি আরও যোগ করেন, প্রযুক্তির মাধ্যমে খেলা দেখা যাবে, তবে দেশের মানুষের সঙ্গে জয়-পরাজয়ের অনুভূতি ভাগাভাগি করার আনন্দ অন্যরকম। মিশা সওদাগর বাংলাদেশ দলের জন্য আশাবাদী। তার মতে, দলের ভালো পারফরম্যান্স দেশের মানুষের মুখে হাসি ফুটাবে, যা হবে সবচেয়ে বড় প্রাপ্তি।

চলচ্চিত্রে শক্তিশালী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত মিশা সওদাগর বাস্তব জীবনেও দেশের প্রতি তার আবেগ প্রকাশ করেছেন। বিশ্বকাপের সময় দেশের বাইরে থাকলেও, দেশের ক্রিকেট ও দর্শকদের ভালোবাসা তাকে টানবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top