10/02/2023 আবারও উৎপাদনে ফিরলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, কত মেগাওয়াট সরবরাহ হচ্ছে?
শাকিল খান
১৯ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪০
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের ডিজিএম মোহাম্মাদ আনারুল আজিম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) থেকে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে সোমবার (১৮ সেপ্টেম্বর) আবারও উৎপাদন শুরু হয়েছে।
গত বছরের ১৭ ডিসেম্বর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর সাত মাসে পাঁচ বার বন্ধ হয়েছে বিদ্যুৎকেন্দ্রটি। উৎপাদন শুরু পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন ও ১৬ জুলাই বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটি।