সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে সেরেনা উইলিয়ামসের বিদায়

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৬

ইউএস ওপেনের সেমিফাইনাল থেকে সেরেনা উইলিয়ামসের বিদায়

নিজস্ব প্রতিবেদক:

ইউএস ওপেনের নারী এককের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন সেরেনা উইলয়ামস। ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে হারিয়ে ফাইনালে উঠেছেন বেলারুশ তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। ফাইনালে আজারেঙ্কার প্রতিপক্ষ জাপানের নওমী ওসাকা।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রতিপক্ষকে প্রথম সেটে আজারেঙ্কাকে ৬-১ এ উড়িয়ে দেন সেরেনা। এরপরই ঘুরে দাড়ায় বেলারুশ টেনিস সেনসেশন। চড়াও হয়ে খেলে ৬-৩ এ দ্বিতীয় সেট জিতে সমতা ফেরান আজারেঙ্কা।

এরপরই গোড়ালীতে চোট পান সেরেনা, প্রাথমিক চিকিতসা নিয়েও হয়নি কাজের কাজ তৃতীয় সেট হারেন ঐ একই ব্যবধানে।

২৪ গ্র্যান্ডস্লাম জেতা মার্গারেট কোটের রেকর্ড ভাঙতে সেরেনার প্রয়োজন আরো দুটি গ্র্যান্ড স্ল্যাম, তবে গেলো তিন বছরে কোন গ্র্যান্ডস্ল্যামেই হাত রাখতে পারছেননা যুক্তরাষ্ট্রের টেনিস তারকা।

এনএফ৭১/আরআর/২০২০

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top